Blog Archive

Thursday, July 13, 2017

সুরা ফাতিহা মৃত্যু ব্যতীত সর্ব রোগের মহা ঔষধঃ

1.
”সুরা ফাতিহা মৃত্যু ব্যতীত সর্ব রোগের মহা ঔষধ।” (তাফসিরে কাশ শাফ)

2.
"সূরা ফাতিহা হলো সকল রোগের প্রতিষেধক (কুরতুবী)

3.
হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্নিত,
রাতে ঘুমানোর সময় সূরা "ফাতিহা" এবং সূরা "ইখলাস" পাঠ করলে মৃত্যু ব্যতীত অন্য সকল বিপদ থেকে নিরাপদ ও নির্ভয় থাকা যায়। #সুবাহানাল্লাহ

রেফারেন্সঃ তাফসীরে মাযহারী (বাংলা) : ৩০ পৃঃ

বিস্তৃতভাবে এখানে সকল আলোচনা পাবেনঃ

তাবিজ - ঝাড়ফুক জায়েজ ও নাজায়েজ সম্পর্কে শরীয়তের হুকুম :

http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/blog-post_4.html?m=1

No comments:

Post a Comment