Thursday, July 13, 2017

জুমার ফজীলত ও জুমার পূর্বে ৩বার সুরা কদর পাঠ করলে ওইদিন সমস্ত সালাত সম্পন্নকারীর সমান নেকীঃ


শবে ক্বাদরে ও জুমার পূর্বে সূরা ক্বাদর পাঠ করার ফযীলতঃ

আমিরুল মু'মেনিন হাযরাত মাওলায়ে
কায়েনাত আলী মুরতাজা শেরে
খোদা ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﺗﻌﻠﯽ ﻋﻨﮧ বলেন:

"যে কেউ শবে ক্বাদরে সূরায়ে ক্বাদর
সাত বার পড়বে, ﺍﻟﻠﮧ ﻋﺰﻭﺟﻞ তাকে
প্রত্যেক বালা মুসিবত থেকে
নিরাপত্তা দান করন।আর সত্তর হাজার
ফিরিশতা তার জন্য জান্নাত
প্রাপ্তির দুআ করেন।যে ব্যক্তি (সারা
বছরে যখনি) জুমার দিন জুমার
নামাজের পূর্বে তিনবার সূরা ক্বাদর
পড়ে ﺍﻟﻠﮧ ﻋﺰﻭﺟﻞ ওই দিনে সমস্ত নামাজ
সম্পন্নকারীর সংখ্যার সমান নেকী
তার আমলনামায় দান করেন।

(নুযহাতুল মাজালিস,১ম খন্ড,পৃষ্ঠা
নং-২২৩,
রমযান এর ফযীলত,পৃষ্ঠা নং-২৩৭)

তাহলে আপনারাও এখন থেকে আমল করার নিয়্যত করে নিন,কি করছেন তো?  :)

সাওয়াব এর নিয়্যতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এবং খুব খুব সাওয়াব এর খাজানা হাসিল করুন
ﺟﺰﺍﻙ ﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ :)


No comments:

Post a Comment