প্রিয় পাঠকগণ
আমরা বেশীরভাগ মানুষই জানি হাদীস রাসূল (দ:)ওনার উফাতের প্রায় শতাব্দী পর হাদীস রচনা শুরু হয় যা ইহুদীদের চক্রান্ত ও মিথ্য বানোয়াট একটি ভিতিহিন কথা সেই ভিত্তিহীন কথা থেকে মুক্ত করার জন্য আমাদের এই নিরলস প্ররিশ্রম আমরা চাই মানুষ মিথ্যার ভেড়াজাল থেকে বেড়িয়ে এসে সত্যর দিকে ধাবিত হোক আজ যারা বলে বেড়ায় রাসূল (দ:)ওনার ওফাতের বহু বছর পর হাদীস রচনা শুরু হয় তাদেরকে আপনারা অনায়াসে এই পোষ্টটি দিয়ে জবাব দিতে পারবেন. জেনে আরো ও খুশি হবেন যে আমার প্রিয় রাসূল (দ:)নিজেই একটি হাদীস গ্রন্থ লিখে রেখেছেন সেই গ্রন্থটির নাম হলো কিতাবুস সাদাকা এবং সাহাবীরা আরো অনেক হাদীস গ্রন্থ লিখে রেখেছেন বিভিন্ন চামড়ায় ও বিভিন্ন জায়গায় এগুলি সাহাবীদের বংশধরগণ পর্য়াক্রমে সংরক্ষণ করে রাখেন তারপর তা তাবেয়ীণ দের মধ্যে প্রচার করেন পরবর্তীক্রমে হিজরী ৪০ সালে মাযহাবের ইমামগণের কাছে চুড়ান্তভাবে পৌছে যায় এবং তারা ফিকহ সহ স্বয়ং সম্পূর্ণ করে তোলেন যার ফলশ্রুতিতে আমরা এখন সিহাহ সিত্তার হাদীস গুলি পাচ্ছি তাই আজ থেকে আমাদের সেই সন্দিহানকে ভুলে যান ভুলে গিয়ে সত্যকে অন্তরের মধ্যে গেথে রাখুন আর সবার মঙ্গলের জন্য পোষ্টটি শেয়ার করুন...আল্লাহ আমিন...প্রচারে...মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ।
আমরা বেশীরভাগ মানুষই জানি হাদীস রাসূল (দ:)ওনার উফাতের প্রায় শতাব্দী পর হাদীস রচনা শুরু হয় যা ইহুদীদের চক্রান্ত ও মিথ্য বানোয়াট একটি ভিতিহিন কথা সেই ভিত্তিহীন কথা থেকে মুক্ত করার জন্য আমাদের এই নিরলস প্ররিশ্রম আমরা চাই মানুষ মিথ্যার ভেড়াজাল থেকে বেড়িয়ে এসে সত্যর দিকে ধাবিত হোক আজ যারা বলে বেড়ায় রাসূল (দ:)ওনার ওফাতের বহু বছর পর হাদীস রচনা শুরু হয় তাদেরকে আপনারা অনায়াসে এই পোষ্টটি দিয়ে জবাব দিতে পারবেন. জেনে আরো ও খুশি হবেন যে আমার প্রিয় রাসূল (দ:)নিজেই একটি হাদীস গ্রন্থ লিখে রেখেছেন সেই গ্রন্থটির নাম হলো কিতাবুস সাদাকা এবং সাহাবীরা আরো অনেক হাদীস গ্রন্থ লিখে রেখেছেন বিভিন্ন চামড়ায় ও বিভিন্ন জায়গায় এগুলি সাহাবীদের বংশধরগণ পর্য়াক্রমে সংরক্ষণ করে রাখেন তারপর তা তাবেয়ীণ দের মধ্যে প্রচার করেন পরবর্তীক্রমে হিজরী ৪০ সালে মাযহাবের ইমামগণের কাছে চুড়ান্তভাবে পৌছে যায় এবং তারা ফিকহ সহ স্বয়ং সম্পূর্ণ করে তোলেন যার ফলশ্রুতিতে আমরা এখন সিহাহ সিত্তার হাদীস গুলি পাচ্ছি তাই আজ থেকে আমাদের সেই সন্দিহানকে ভুলে যান ভুলে গিয়ে সত্যকে অন্তরের মধ্যে গেথে রাখুন আর সবার মঙ্গলের জন্য পোষ্টটি শেয়ার করুন...আল্লাহ আমিন...প্রচারে...মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ।
No comments:
Post a Comment