(প্রসঙ্গ ইসলামিক ফা: বুখারী শরীফের ৫০২ নং জাল অনুচ্ছেদকে হাদীস বাননোর চেষ্টা)
প্রিয় পাঠকগণ আমাদের দেশে
বেশ কিছু অঙ্গ
ভাইয়েরা বলে বেড়ায়
নামাযে ইমামের পিছনে
মুক্তাদিরা জোরে আমীন
বলবে এবং তাও নাকি বুখারী শরীফের হাদীস আর সেটা
হলো ইস:ফা: এর ২য় খন্ডের ৫০২ নং অনুচ্ছেদ যা কখনো হাদীসের সাথে সামঞ্জস্য না কারণ অনুচ্ছেদ কখনো হাদীস হয়না.তবে অনুরুপ একটি রেওয়াত ইবনে মাযাহ বর্ণনা করেছেন আবু হুরাইয়রা (রা:)থেকে হাদীসটি উক্ত বুখারী শরীফের ২য় খন্ডের ৫০২ নং অনুচ্ছেদর সহিত মিল পাওয়া যায় হাদীসটি নিম্নরুপ :-
আবু হুরায়রা (রা:) থেকে
বর্ণিত তিনি বলেন,মানুষ আমীন বলা ছেড়ে দিয়েছে,অতচ রাসূল (দ:)আমীন
বলতেন,এমন কি প্রথম কাতারের লোকেরা শুনতে পেতো,এবং আমীনের আওয়াযে মসজিদ
গুঞ্জরিত হতো বা গুম গুম আওয়ায
হতো.-ইবনে মাযাহ
খন্ড-১-পৃ:৬২
সম্মানিত উক্ত হাদীসটি সনদ সম্পর্কে তখনকার যুগের
ইমামগণ থেকে শুরু
করে হাদীসের ইমামগণ ও বর্তমান যুগের
ইমামগণ পর্যন্ত এই হাদীসটি ছুড়ে ফেলে
দেওয়ার পক্ষে ফতোয়া জারী করেছেন.
১.এই হাদীসটি সনদ পর্যালোচনা:-
ইলাউস সূনানের লেখক বলতেছেন এটার সনদ ও মতন দুটোই অসুষ্ঠ আর সনদের অসুষ্ট কারণ এই যে,এই হাদীসটি মধ্যে
(বিশর ইবনে রাফে)নামক একজন লোক
রয়েছেন যার সম্পর্কে থোদ
১.ইমাম বুখারী (র:)বলেছেন,হাদীসের ক্ষেত্রে তার অনুগমন করা উচিত নয়.
২.ইমাম আহমদ (র:)বলেন দুর্বল.
৩.ইমাম ইবন মাঈন
বলেন সে বহু মুনকার হাদীস বর্ণনা করেছেন.
৪.ইমাম নাসাঈ বলেন
তিনি সবল নন.
৫.ইবনে হিব্বান বলেন
সে মাওযু হাদীস
বর্ণনা করে সে এজন্যাই নিয়োজিত-সূত্র-আল মীযান.
এই বিশর ইবনে রাফে
নামক ব্যক্তিটির ব্যাপারে এমন কঠিন ফতোয়া জারী
করেছেন তা নিম্নরুপ :-
তাহযীবুত তাহযীব কিতাবে ইবন আবদুল বার কৃত এর বরাতে বলা হয়েছে মুহাদ্দিসের মতে সে দুর্বল এবং মুনকার হাদীস বর্ণনা করেন.আর এ ও বলা হয়েছে
তার হাদীস মুনকার হওয়ার ব্যপারে এবং তার বর্নিত হাদীস
ছুড়ে ফেলে দেওয়ার ব্যপারে এবং তাকে
প্রমানরুপে বর্জনের ব্যাপারে সবাই একমত.সমস্ত
উলামায়ে হাদীস এ বিষয়ে ভিন্নমত পোষণ
করেন না.
সম্মানিত পাঠক আপনাদের সামনে
মাযহাবের ইমাম এ হাদীসের ইমাম এবং বর্তমান ইমামদের সনদ যাচাই তুলে ধরলাম
আশাকরি আমার যে ভাইয়েরা বলে আমীন
জোরে বলতে হবে তাদের জন্য উক্ত
হাদীস বা অনুচ্ছেদটি যে জাল বলে প্রমাণিত হলো তা বলার উপেক্ষা রাখেনা.তাই আমি সকল ভাইদের বলব কোন
হাদীস দেখেই ফতোয়া দেওয়া দেখে বিরত
রাখি এবং সিরাতুল মুস্তাকিমে চলার সাহায্য কামনা করি.আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ।
No comments:
Post a Comment