আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম দয়ালু আল্লাহ
সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীব শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ
মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদা হুজুর আক্তার
উদ্দিন শাহ ও আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ রাসূল (দ:)ওনার রওযা শরীফ যিয়ারতের ফযিলত সম্পর্কে হাদীস)
বিশ্বজগতের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হুযুরে আকরাম হযরত মুহাম্মম (দ:)ওনার
রওযা পাক যিয়ারতে সম্পর্কে অনেকগুলো হাদীস বর্ণিত আছে তার মধ্যে যেগুলি সহীহ এবং উত্তম
সনদের অর্ন্তভুক্ত তার কতগুলি হাদীস আপনাদের সুবিধার্থে নিম্নে পেশ করলাম :-
০১.যে ব্যক্তি আমার কবর যিয়ারত করবে তার নিমিত্ত আমার সুপারিশ অবধারিত-সূত্র-আস
সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৬৮,আদ দারাকুতনী,আস সুনান-খন্ড-৩-পৃ:৩৩৪,হা:২৬৯৫,আল
বায়হাকী,শুআবুল ঈমান-খন্ড-৬-পৃ:৫১-হা:৩৮৬২.
০২.যে ব্যক্তি আমার কবর যিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ হালাল হবে-সূত্র-আস
সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭০,আল হায়সামী,কাশফুল আসতার
আন যাওয়ায়িদিল বাযযার-খন্ড-২-পৃ:৫৭-হা:১১৯৮.
০৩.যে ব্যক্তি আমার যিয়ারতে আসে,আমার যিয়ারত ব্যতীত এতে তার অন্য কোন উদ্দেশ্য
ক্রিয়াশীল হয় না,কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার ওপর তার হক-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল
ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৬৮,আত তাবরানী,আল মুজামুল আওসাত-খন্ড-৫-পৃ:-১৬-হা:৪৫৪৬,আত
তাবরানী,আল মুজামুল কবীর-খন্ড-১২-পৃ:২৯১-হা:১৩১৪৯,ইবনুল মুকরি,আল মুজম-পৃ:৮০-হা:১৫৮
০৪.যে ব্যক্তি হ্জ্জ করবে এবং আমার মৃত্যুর পর আমার যিয়ারত করবে,সে এমন হবে
যেন সে আমার জীবদ্দশায় আমার সাক্ষাত লাভ করল-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি
দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭১,আত তাবরানী,আল মুজামুল আওসাত-খন্ড-৩-পৃ:-৩৫১-হা:৩৩৭৬,আত
তাবরানী,আল মুজামুল কবীর-খন্ড-১২-পৃ:৪০৬-হা:১৩৪৯৭,আদ দারাকুতনী,আস সুনান-খন্ড-৩-পৃ:৩৩৩,হা:২৬৯৩.
০৫.যে ব্যক্তি হজ্জ করল এবং আমার যিয়ারত করল না সে আমার উপর জুলুম করল-সূত্র-আস
সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭২,ইবনে আদী,আল কামিল ফীয
যুআফা-খন্ড-৮-পৃ:-২৪৮-হা:-১৯৫৬.
০৬.যে ব্যক্তি মদীনা মুনাওয়ারায় এসে আমার যিয়ারত করবে আমি তার জন্য সুপারিশকারী
ও সাক্ষ্য প্রদানকারী হবো-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭২,
আদ দারাকুতনী,আল ইলালুল ওয়ারিদা ফিল আহাদীসিন নাবাওয়ায়া-খন্ড-১৩-পৃ:-৫৮.
০৭.যে ব্যক্তি আস্থা স্থাপন করে যিয়ারতে করবে,কিয়ামতের দিন সে আমার আশ্রয় থাকবে,আর
যে ব্যক্তি মক্কা এবং মদীনার কোন এক হারাম শরীফে মৃত্যুবরণ করবে,সে কিয়ামতের দিন আযাব
থেকে নিরাপদ থাকবে-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭৩,আল
উকায়লী,আয যুআফা আল কবীর-খন্ড-৪-পৃ:-৩৬১,আল বায়হাকী,শুআবুল ঈমান-খন্ড-৬-পৃ:-৪৭-হা:-৩৮৫৬.
০৮.যে ব্যক্তি ইসলাম নির্দেশিত হজ্জ আদায় করার পর আমার কবর যিয়ারত এবং ইসলামী
জিহাদ করবে আর বায়তুল মুকাদ্দিসে নামায পড়বে আল্লাহ তাআলা তার ওপর ফরযকৃত বিষয় সম্পর্কে
সওয়াল করবে না-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭৪,
০৯.যে ব্যক্তি মক্কা শরীফে গিয়ে হজ্জ আদায় করবে,আর আমার মসজিদে এসে আমার কবর
যিয়ারত করবে তার জন্য দুটো হজ্জ মকবুল লেখা হবে-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি
আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭৫,আয যাহাবী,মীযানুল ইতিদাল ফী নকদির রিজাল-খন্ড-৩-পৃ:-৩১০-হা:-৬৫৫৪
১০.যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার যিয়ারত করবে সে যেন আমার জীবদ্দশায় আমার
সাক্ষাত করল,আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তিন শক্তি সামর্থ্য থাকা সত্বেও আমার যিয়ারতে
আসবে না তার কোন ওযর আপত্তি থাকতে পারে না-সূত্র-আস সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি
দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭৫,মুহিব্বুদ্দীন ইবনুন নাজ্জার,আদ দিররাতুস সমীনা ফী আখবারিল
মদীনা-পৃ:১৫৫.
১১.যে ব্যক্তি মৃত্যুর পর আমার কবর যিয়ারত করবে,সে যেন আমার জীবদ্দশায় আমার
সাক্ষাত করল,আর যে ব্যক্তি আমার কবর যিয়ারত করে না,সে আমার ওপর যুলুম করল-সুত্র-আস
সামহুদি,ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা-খন্ড-৪-পৃ:১৭৬,আস সাখাওয়ী,আত তুহফাতুল
লতীফা ফী তারীখিল মদীনা আশ শরীফা-খন্ড-৫৬৫-পৃ:-১৫৫-হা:-৪০৭৬,মুহিব্বুদ্দীন ইবনুন নাজ্জার,আদ
দিররাতুস সমীনা ফী আখবারিল মদীনা-পৃ:১৫৫.
প্রিয় পাঠকগণ এ সম্পর্কে আরো অনেক হাদীস বর্ণণা করা আছে যেগুলি লিখতে গেলে
পোষ্ট অনেক বড় হয়ে যাবে তাই এখানে সংক্ষেপ করলাম.আমি যেই কিতাব থেকে এগুলি লিখলাম
সেই কিতাবটির লেখক হলো ভারতীয় উপমহাদেশের ইলমে হাদীসের একজন জনক আল্লামা শায়খ আব্দুল
হক মুহাদ্দেস দেহলভী (র:)নিজ রচিত কিতাব জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাব থেকে
যা পড়লে নিজের অন্তরখানি যেন রাসূল (দ:)ওনার শীতল প্রেমের পরশ পাওয়া যায়-সুবাহানাল্লাহ-আল্লাহ
আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ।
No comments:
Post a Comment