Monday, October 26, 2015

মুয়াবিয়া (রা:)ইসলাম গ্রহণের সঠিক দিন নির্ণয়

আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীব শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদা হুজুর আক্তার উদ্দিন শাহ আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
(মুয়াবিয়া (রা:)ইসলাম গ্রহণের সঠিক দিন নির্ণয়)
প্রিয় পাঠকগণ আমরা আজ সুন্নী মুসিলমরা দিন দিন সঠিক মতবাদ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি আমাদের ইসলাম ধর্মের ইতিহাসকে বিভিন্ন ভাবে বিক্রিত করে ফ্যাতনা ছড়ানো হচ্ছে সঠিক ইসলাম এবং মূল ইসলামে সঠিক ইতিহাস একমাত্র ওলী আওলিয়াদের মধ্যে তালাশ করিলে পাওয়া যায়।কিন্তু আফসোস আমরা দিন দিন তাদের বিপরীত মুখী হয়ে যাচ্ছি।তাদের রচিত কোন কিতাব না পড়ে বাজারের আলতু ফালতু কিতাব পড়ে নিজে বিভ্রান্ত হচ্ছি এবং অপরকে বিভ্রান্ত করছি।এমন একটি বিভ্রান্তু মূলক তথ্য হলো হযরত আমীরে মুয়াবিয়া (রা:)ওনার ইসলাম গ্রহণের সাল উক্ত তথ্যটি আমি হাকীমূল উম্মাত আহমেদ ইয়ার খান নঈমী (:)ওনার রচিত নিজ কিতাব এবং ফতহুল বারী থেকে দলিল দিব........
ইসলাম গ্রহণ ১ম সূত্র:আমরা অনেকেই জানি আমীরে মুয়াবিয়া (রা:)মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এই মতটি নির্ভরেযাগ্য নয় কারণ আমি নিজেই এখানে হাকীমূল উম্মাত বুখারী শরীফের শরহা ফতহুল বারীর ভিত্তিতে দেখা যায় আমীরে মুয়াবিয়া (রা:)ইসলাম ধর্ম গ্রহণ করেন হুদায়বিয়ার সন্ধীর দিন ৮ম হিজরীতে,তবে তার ইসলাম ধর্ম গ্রহণটি তখন কারো কাছে প্রকাশ পায়নি,যখন মক্কা বিজয় হলো তখন তার ইসলাম গ্রহণের ব্যপারটি প্রকাশ করেন-আহমের ইয়ার খান নঈমী রচিত কিতাব-আমীরে মুয়াবিয়া (রা:)
ইসলাম গ্রহণ ২য় সূত্র: ওয়াকেদি বলেন, হুদায়াবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন। পরবর্তী সময়ে মক্কা বিজয়ের সময় প্রকাশ করেছিলেন। (ফাতহুল বারী : /৪৩৩)সম্মানীত পাঠকগণ আশাকরি আপনার উক্তি বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন।তাই আসূন অন্যজনকে এই সঠিক তথ্যটি দিতে পোষ্টটি অধিক শেয়ার করি আর ওলী আওলীয়াদের সানিধ্যে জীবন বিলিয়ে দেয়..আল্লাহ আমিন--প্রচারে-মোখলেছিয়া সূণ্নী খানকা শরীফ


No comments:

Post a Comment