আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম
দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীব
শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদা
হুজুর আক্তার উদ্দিন শাহ ও আমার
মূর্শীদ কেবলা দয়াল
মোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ রাসূল
(দ:)শানে দাড়িয়ে সালাম দেওয়া এবং দাড়িয় দুরুদ পড়া সূন্নতে সাহাবা)
বহু খুজাখুজি করে আজ এই হাদীসটি পেলাম
আমরা যখন মিলাদে রাসূল (দ:)কে দাড়িয়ে সালাম বা দুরুদ পড়ি তখন কিছু বেকুবরা বেদাত
বেদাত বলে ছিল্লাতে থাকে আর নাযায়েয কাজ বলে ফতোয়া দেয় তাদের মূখে
ছুড়ে মারার জন্য
এই হাদীসটিই যথেষ্ঠ.আমাদের উদ্দেশ্য আমাদের পূর্ববর্তীগন যা যা করে গিয়েছেন সেটাই
প্রকাশ করা এবং সে অনুযায়ী আমল করা. কিন্তু তারা
ধর্মকে বাপ দাদার
কথা বলে উড়িয়ে
দেয় পাঠকগন চিন্তা করে দেখুন আমাদের বাপ দাদারা এবং পূর্ব পুরুষগণ যা করে গিয়েচেন তা অক্ষরে অক্ষরে ঠিক আর বর্তমানে আলেম সেজে যার বসে আছে তারা ভন্ড
ও মিথ্যাবাদী কিন্তু আফসোস বর্তমান ইয়ং জেনারেশন সেই ভন্ডদের দলে যোগ দিয়ে
নিজেদের বাবা মাকে
করছে লান্চিত ও নিজেরাই ডুবছে জাহান্নামের দিকে.তাই এর প্রতিকার করার জন্য
আসূণ আমরা সঠিক
পথ অনুসরণ করি আমরা যাদের কাছ থেকে ইসলাম পেয়েছি যাদের কারণে আমরা
মুসলিম বলে নিজেকে দাবি করি তাদের
পথটাই অনুসরন করে আল্লাহ রাসূলকে ডাকি.তেমনি তাদেরই একটি
আমল যা রাসূল
(দ:)ওনার প্রান
প্রিয় সাহাবীদের আমল থেকে চালু হয়ে বর্তমান ওলী আওলিয়াদের এবং সাধারণ মানুষদের দুয়ারে এসে পৌছেচে সেই অতি মূল্যবান আমলটিকে আজ কিছু
নামধারী আলেম নামের
জালেমরা বেদাত বলে ফতোয়া দিচ্ছে সেই আমলটি যে আমার
প্রাণপ্রিয় রাসূল (দ:)ওনার সাহাবগণ পালন
করেছেন তারই প্রমানটি পেশ করলাম বিশ্ব
বিখ্যাত হাদীস গ্রন্থ যা হিজরী ৪০ সালে রচিত হয়েছে
ইলাউস সূনান ৬ষ্ঠ
খন্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদীসটি নিম্নরুপ....
# ইবনে উমর (রা:)সম্পর্কে বর্নিত যে,তিনি যখন সফর থেকে আসতেন তখন নবী করী (দ:)ওনার রওযা বা কবরের পাশে এসে উপস্থিত হতেন এবং দাড়িয়ে বলতেন,আস-সালামু আলাইক ইয়া রাসূলাল্লাহ,আস-সালামু আলাইক ইয়া আবু বক্কর(রা:),আস-সালামু আলাইক ইয়া উমর (রা:)এবং দাড়ানো অবস্থায় দুরুদ
পাঠ করতেন এবং সবশেষে দুআ করতেন.সুবাহনাল্লাহ
কতই না উত্তম সাহাবাদের আমল এই আমলটি
বর্তমানে আমরা বেশীর
ভাগ মিলাদ মাহফিলে করে থাকি যাকে
আমরা কিয়াম বলে থাকি অতছ এই আমলটিকে কিছু বেকুব
লোকরা বেদাত বলে ফতোয়া দেয়.আমি অধম তাদের জন্য
দুআ কামনা করি তারা যেন আমার
রাসূল (দ:)ওনার
শান ও মান এবং সাহাবাদের আমল
গুলিকে বুঝতে পারে..আল্লাহ আমিন.পরিশেষে পাঠকগণ আপনাদের বলতে চাই আপনারা সবাই এই পোষ্টটি যত্নে রাখবেন এবং বেশী বেশী
করে শেয়ার করুন.আল্লাহ আমাদের হেফাজত করুন-আমিন..প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
No comments:
Post a Comment