Friday, September 11, 2015

(প্রসঙ্গ মাজার শরীফ বা কবর জিয়ারত এর নিয়ম)

আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীব শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদা হুজুর আক্তার উদ্দিন শাহ আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ মাজার শরীফ বা কবর জিয়ারত এর নিয়ম)
আমাদের দেশে কিছু দল আছে যারা মাযার শরীফ যিয়ারত করাকে পুজা বলে অ্যখ্যায়িত করে যদি মাযারওয়ালারা আজকে ইসলাম না আনত তাহলে কি করতেন ভাইযান যারা মাযার বিরোধী একটু জবাব দিবেন কথায় আছে বেইমান যেখানে খায় সেখানে আবার থু থু মারে যা আজ কালকার বেইমানেরা করে যাচ্ছে আর বেইমানীর শাস্তি কি তা সবাই জানেন তাই এখেনা সময় আছে সাবধান হইন ভাইযান কারন নিজের পাপের বোঝা নিজেরী বহন করতে হবে অন্য কেই বহন করবেনা তাই অহেতুক কথা বলা থেকে বিরত থাকি আল্লাহ আমিন এখন আসুন মুল আলোচনায় আসি কবর জিয়ারত মাজার শরীফ জিয়ারতের নিয়ম জিয়ারত করতে হলে বাধ্যতামূলক অজু করতে হবে তাই অজু করে নিবেন, তারপর কবরে বা মাজারের অলির সামনে যেয়ে সালাম দিবেন (আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা ছাওফুও ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ হা বিকুম লা হিক্কুন) এরপর নিন্মোক্ত সুরা-দরুদ পাঠ করবেন
তওবা শরীর ১১ বার পাট করবেন -(আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম)
দরুদ শরীফ ১১ বার পাট করবেন – (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিম্নে আর যদি অফুরন্ত সময় থাকে তাহলে দূরুদে তুনাজ্জিনা শরীফ (আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহামিন যামিয়্যিল আহওয়ালি ওয়াল আফাত, ওয়া তাক্দিলানা বিহা যামিয়্যাল হাজাত, ওয়া তুতাহ্হিরুনা বিহা মিনন্ যামিয়্যিছ ছায়্যিয়াত, ওয়াতার ফা-উনা বিহা ইন্দা কাআলাদ দারাজাত, ওয়া তুবাল্লিগুনা বিহা আক্বসাল গাইয়াত মিন
যামিয়্যিল খাইরাতি ফিল হায়াতি ওয়া বায়দাল মামাতি ইন্না কায়ালা কুল্লিশাইয়িন ক্বাদীর) পাট করবেন
সুরা ফাতেহা বার পাট করবেন
সুরা ফালাক বার পাট করবেন
সুরা ইখলাস বার পাট করবেন
সুরা নাস বার পাট করবেন
আয়াতুল কুরসী বার পাট করবেনআয়াতুল কুরছি (আউজু বিল্লাহ্ হিমিনাশ সাইতোয়ানির রাজিম, বিসমিল্লাহির রাহমানীর রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ূল কাইয়ূম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাহুম, লাহু মা ফিছ ছামাওয়াতি ওয়ামা ফিল আর্দ্, মাঞ্জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইজনিহ্, ইয়ায়লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইয়ুহিতুনা বি শাইয়িম্ম মিন ল্মিহি ইল্লা বিমা শা, ওয়াসিয়্যা কুরসিয়্যু হুচ্ছামাওয়াতি ওয়াল্ আর্দ্র, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আজীম)
মুনাজাত করবেন (আলাহুম্মাগফির্লি হায়্যিনা মায়্যিতিনা ওয়া শা হিদিনা ওয়া গা-ইবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানাহ, আল্লাহ্ হুম্মা মান আহইয়াই তাহু মিন্না ফা আহ--আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাফাইতাহু মিন্না ফাতা ওয়াফফা হু আলাল ইমান) এছাড়া আরোও যতো দুয়া আপনি জানেন আরবি পড়বেন এবং সর্বপ্রথম সওয়াবের সানি পৌছাবেন দয়াল নবি মায়ার নবী নুরে মুজাসসাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকে তারপর সকলের কবরে আমিন
কেউ যদি মনে রাখতে না পারেন তাহলে যা পারেন তা পাঠ করে কবর বাসীর জন্য বকসিয়ে দিবেন মনে রাখবেন কবরবাসী আপনার দোয়ার ভিখারী-আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক-আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ


No comments:

Post a Comment