Blog Archive

Saturday, September 12, 2015

তারাবীর রাকাত নিয়ে তাওহীদ পাবলিকেশন এর বূখারী শরীফে প্রসিদ্ধ ইমামদের নামে জালীয়াতীর মুখোশ উন্মোচন (ভিডিও লিংকে দেখুন)

https://www.facebook.com/269835689829144/videos/vb.269835689829144/722738087872233/?type=2&theater


আহলে হাদীস দলটি যে বাটপার তাদের হাদীস গ্রন্থটিতে তা প্রকাশ পেল
পাঠকগণ আপনারাই চিন্তা করুন এরা হাদীস নিয়ে ইমামদের নামে পর্যন্ত মিথ্যাচার করে যাচ্ছে যা কল্পনার বাহিরে তেমনি আহলে হাদীসদের এক বিশাল জালিয়াতী যা ওদের রচিত তাওহিদ পাবলীকেশন প্রকাশিত সহীহুল বূখারী নামক হাদীস গ্রন্থটিতে তারাবীর রাকাত নিয়ে প্রশিদ্ধ ইমামগনদের নামে ডাহা মিথ্যবাদী করেছে যেমন আল্লামা ইবনে আবী শায়বা,আল্রামা বদরুদ্দীন আইনি,শায়খ মুহাদ্দেস দেহলভী,আল্লাম ইবনে হুমাম,আল্লামা আনোয়ার সাহ কাশ্মীরী,ইবনে হাজার আসকালানী এবং এমনকি মোল্লা আলী কারী যিনি বূখারী শরীফের ব্যখ্যা তার নামেও তারা মিথ্যাবাদী করেছে এই হাদীসগ্রন্থে এই বাটপারদের থেকে দুরে থাকুন তারা সহীহ হাদীসের দোহাই দিয়ে সহীহ মিথ্যা কথা গুলো হাদীসে লিপিবদ্ধ করেছে যা খুবই নিতান্ত দু: জনক ব্যপার আর তাদের এই বাটপারী গ্রন্থটি সাধারণ মুসলিম দিন দিন ফরমালীনের মত গিলে নিচ্ছে আফসোস আমাদের এরা বৃটিশ সরকার সৌদি আরবের কাছ থেকে রিয়েল নিয়ে মানুষের ঈমান ধবংসের খেলায় মেতে উঠেছে আল্লাহ আমাদের হেফাজত করুন আর সকল মিথ্যাচারদের উপর আপনার রহম বর্ষন করুন-আমিন-প্রচারে-মোখলেছিয়া সূণ্নী খানকা শরীফ

No comments:

Post a Comment