Blog Archive

Friday, September 11, 2015

দেওবন্দের আলেম এবং বাংলাদেশের সর্বপ্রথম বূখারী শরীফ লিখেছেন যিনি মাওলানা সামছুল হক ফরিদপূরী উনার মিলাদ কিয়াম




দেওবন্দের আলেম এবং বাংলাদেশের সর্বপ্রথম বূখারী শরীফ লিখেছেন যিনি মাওলানা সামছুল হক ফরিদপূরী উনার নিজস্ব লিখা গ্রন্থে উনাকে প্রশ্ন করা হয়েছিল মিলাদ কিয়াম নিয়ে এবং তিনি উত্তর দিয়েছেন খুব সুন্দর সেই প্রশ্নের ও উত্তর ওনার লেখা কিতাবটি থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাই বিচার করুন ধর্মের লেবাশ ধরে কারা ইসলামকে মানুষের কাছে ভুল বুঝাচ্ছে এসব টুপিওয়ালা কাটমোল্লাদের কাছ থেকে দুরে সড়ে থাকুন আর তারা বলে আমরা নাকি মিথ্যাবাদী আর তাদের কিতাবগুলির উপর নাকি মিথ্যা জালিয়াতী করছি বলেন কই যামু কন কিতাব ওনাদের ফতোয়া দিলেন ওনারা আর জালীয়াতী করলাম আমরা আল্লাহ আপনি সব দেখছেন দয়া করেন -প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ

No comments:

Post a Comment