আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম
দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীব
শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদা
হুজুর আক্তার উদ্দিন শাহ ও আমার
মূর্শীদ কেবলা দয়াল
মোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ সূরা
আনামের ১৫৯ নং আয়াতের তাফসীর)
আজকাল লা মাযহাবি ভাইয়েরা মাযহাবী ভাইদের এই আয়াত দিয়ে ঘায়েল
করতে চায় তারা
বলে যারা নিজের
দ্বীনকে বিভিন্ন দলে উপদলে ভাগ করেছে
তাদের সাথে আমার
নবী মোহাম্মদ (সা:)ওনার কোন সম্পর্ক নেই তাদের কথা এবং কোরানের আয়াত দুটোই ঠিক কিন্তু এই আয়াত এর তাফসীর বা ব্যখ্যা কি তা আমাদের লা মাযহাবী ভাইয়েরা জানে না বা জানতে ও চায়না
বা জানলে তাদের
ভন্ডামী যে প্রকাশ হযে যাবে সে ভয়ে হয়তো প্রকাশ করেনা কিন্তু হাদীস
মতে যারা সত্য
গোপন করে তারা
যতই কোরান হাদীসের কথা বলবে বা মানুষদের হেদায়াত করতে
চাইবে তারা ভ্রান্ত তাই সাবধান এসব দল থেকে এবার
আসি আমার লেখার
মূল কথায়-যারা
দ্বীন সমন্ধে নানা
মত সৃষ্টি করেছে
এ কথার অর্থ
হলো আমরা সবাই
ইসলামকে মানি ইসলাম
পরিপূর্ণ ধর্ম কিন্তু এই ধর্মের অনেক
নিয়ম নিতী রয়েছে
যা একটি দল ব্যতীত বাকী ৭২ টি দল ইসলামের আইন কানুন কিছু
মানে আর কিছু
মানেনা কিন্তু তারা
সবাই ইসলাম ধর্মের মধ্যে আছে কিন্তু ইসলাম ১০০% এর মধ্যে কোন দল ৫০% বা কোন
দল ৬০%বা কোন দল ৭০% বা কোন দল ৮০%বা কোন
দল ৯০ % বা কোন দল ৯৫% বা কোন দল ৯৮% কিন্তু ১০০%
এর মধ্যে নেই একমাত্র একটি দল ১০০% এর মধ্যে
আছে আর সেটি
আহলে সূণ্নাত ওয়াল
জামাত তাই সাবধান যারা এই আয়াত
মাযহাবী ভাইদের ঘায়েল
করতে চান বুঝে
নিন আপনারাই বাতিল
যেমন..আহলে হাদিস-মিলাদ পড়ে না তারাবী নামায ৮ রাকাত পড়ে সম্মিলত মোনাযাত করে না,শিয়ারা-খোলাফায়ে রাশেদীন কে মানে না ৪ সাহাবীর মধ্যে ১ সাহাবীকে মানে বাকী
৩ সাহাবীকে মানে না,সালাফির-ওহাবী-এরা সব খাটাশ
কোন মাযহাব মানে
না মাযার যিয়ারত কে মাযার পূজা
বলে অ্যখ্যায়িত করে ইত্যাদি এসব দল বাতিল আর এই আয়াতের দ্বারা এ সকল লোকদেরই বলা হয়েছে যারা ইসলামের ১০০% নিয়ম নিতি
থেকে সড়ে গিয়ে
নিজেদের মতবাদে বিশ্বাসী হয়ে পড়েছে তাই এসকল দল থেকে
দুরে সড়ে থাকুন
আর ওলি আওলিয়াদের পথে নিজেকে বির্সজন দিয়ে আহলে সূন্নাত ওয়াল জামাতের সাথে
থাকুন কারণ দুনিয়াতে নাজাত প্রাপ্ত এই একটি দল-আল্রাহ আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
No comments:
Post a Comment