Wednesday, September 9, 2015

(প্রসঙ্গ হাদিয়া বা নজরানা দেওয়া যায়েয কি না)



আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীম দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীব শাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
 (প্রসঙ্গ হাদিয়া বা নজরানা দেওয়া যায়েয কি না)
প্রথমে একটি কথা বলতে চাই আমরা হলাম সাইনবোর্ড ওয়ালা মুসলমান এর মানে নামধারী মুসলিম আস্তে আস্তে আমরা রাসূল (সা:)ওনার সুন্নতগুলিকে গলা টিপে হত্যা করছি আর টেলিভিশনে মসজিদে পাড়ায় মহল্লায় বয়ান করছি আমরা মুসলিম আমরা সূন্নত কে অনুসরণ করে চলি কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যারা এসব কথা বলে বেড়াচ্ছে সূন্নতের লেবাশ পড়ে মূলত তারাই সূন্নত গুলোকে গলা টিপে হত্যা করছে ..আমরা যারা কোন কামেলে মোকাম্মেল ওলির নিকট বায়াত হয়েছি তাদের দরবারে ফাতেহা শরীফ এর সময় বা যে কোন মাহফিলে সেই ওলিকে উছিলা করে মহান আল্লাহর দরবারে হাদিয়া বা নজরানা দেই গরু ছাগল,উট,মহিষ,দুম্বা,মোরগ ইত্যাদি এই প্রসঙ্গ টা কে অনেকে জেনে এবং না জেনে নাযায়েছ বলে ফতোয়া দিয়ে থাকেন বস্তুত কোরান হাদীস কি বলে আসুন দেখি..(হে ঈমানদারসকল, তোমরা যদি আমার হাবীবের সাথে একা একা কথা বলতে চাও, তাহলে তাঁকে নজরানা পেশ করো ....(সূরাঃ মোজাদেলা,, আয়াত নং ১২)এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, নজরানা দেওয়ার নিয়ম স্বয়ং আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন তবে এই আয়াত মনসূখ তথা রহিত আছে...তবে হাদীস শরীফ থেকে পাওয়া যায় হাদিয়া দেওয়া নেওয়া শুধু জায়েয নই বরং উভয়টি  সূন্নতে রাসূল..হাদীস শরীফে রাসূল (সা:)নিজেই হাদিয়া গ্রহল করেছেন সর্ম্পকে কিছু হাদীস পেশ করলাম...পরস্পরে হাদীয়া প্রদান করো, ইহাতে ভালবাসা বৃদ্ধি হয়, বৈরীতা দূর হয় #সূত্রঃ মুয়াত্তা ঈমাম মালেক, হাদীস নং 16, মেশকাত শরীফ, ৪০৩ পৃষ্ঠা রাসূল () নিজেও নজরানা/হাদিয়া নিতেন দলীল))
হযরত আনাস (রা)বর্ণিত,, রাসূল () বলেন,আমাকে যদি বকরীর পায়ের একটি খুরও হাদীয়া দেওয়া হয়,, তবুও তা আমি গ্রহণ করবো আর তা আহারের জন্য যদি আমাকে দাওয়াত করা হয়, তাতেও আমি সাড়া দিবো #সূত্রঃ সহিহ বুখারী,, তিরমিজি শরীফ প্রথম খন্ড ২৪৮০পৃষ্ঠা০মেসকাত ১৬১ পৃষ্ঠা এছাড়া আরো অনেক হাদীস আছে তবে হাদিয়া বা নজরানা যে যায়েয বা সুন্নতে রাসূল তা একটা হাদীস দিলেই যথেষ্ঠ যারা মানেন আর যারা মানেন না তার জন্য গোটা বিশ্ব দিলেও জায়েজ হবে না..এখানে পাঠকগণ আপনাদের একটি সাবধান করতে চাই আজকাল অনেক ভন্ড পীর আছে তাদের কাছে গিয়ে আবার এসব করতে যাবেন না তাহলে সূন্নত থেকে ছিটকে পড়বেন.. আল্লাহ আমাদের সবাইকে কামেলে মোকাম্মেল ওলির সানিদ্ধ্য থাকার তৌফিক দান করুক আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ

No comments:

Post a Comment